বুধবার, ৩১ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত

আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা

আদালত প্রতিবেদক

হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকায় অবস্থিত দেশের একমাত্র সাইবার ট্রাইব্যুনালে বাদী হয়ে অ্যাডভোকেট সুশান্ত কুমার বসু গতকাল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় এ মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, আনিস আলমগীর শিক্ষিত ব্যক্তি হিসেবে জ্ঞান থাকা সত্ত্বেও জেনেশুনে হিন্দু সম্প্রদায় ও তাদের আরধ্য বিদ্যা দেবী সরস্বতীকে হেয় প্রতিপন্ন করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে অশ্লীল ভাষায় ফেসবুকে আপত্তিকর মন্তব্য করেছেন।

আসামি সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ন করে রাষ্ট্র ও ব্যক্তির ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশে গত ২২ জানুয়ারি তার ফেসবুক আইডি-তে ওই মিথ্যাচার করেছেন। এ কারণে বাদী মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর