বুধবার, ৩১ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

জনমত গঠনে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ

———— আ জ ম নাছির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক জনমত গঠনে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। কারণ একটি সংবাদ দ্রুত প্রচার-প্রকাশ হয়ে মানুষের মধ্যে তাত্ক্ষণিক প্রভাব ফেলে। গতকাল দুপুরে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) দ্বিবার্ষিক সম্মেলন, গুণীজন ও কৃতী সাংবাদিক সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, প্রধান বক্তা ছিলেন বিএফইউজের মহাসচিব ওমর ফারুক, বিশেষ অতিথি ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ।

অনুষ্ঠানে গুণীজন সংবর্ধনা দেওয়া হয় ইউএসটিসির উপাচার্য ডা. প্রভাত চন্দ্র বড়ুয়াকে। সংবর্ধিত কৃতী সাংবাদিকরা হলেন জনকণ্ঠের উপ-সম্পাদক মোয়াজ্জেমুল হক, দৈনিক পূর্বদেশের যুগ্ম সম্পাদক আবু তাহের মুহাম্মদ, ইপিবির সম্পাদক মোস্তাফা কামাল পাশা, দৈনিক পূর্বকোণের সিনিয়র সহ-সম্পাদক শাহীন আরা বেগম (ডেইজি মউদুদ)। বক্তব্য রাখেন বিএফইউজের সহসভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি কলিম সরওয়ার, সাধারণ সম্পাদক শুকলাল দাশ, চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সভাপতি স্বপন কুমার মল্লিক প্রমুখ।    

সিটি মেয়র বলেন, বর্তমানে কিছু সাংবাদিক নিজের উদ্দেশ্য চরিতার্থ করতে এ পেশার মর্যাদা নষ্ট করছেন। তবে আমৃত্যু আমি সাংবাদিকদের পাশে থাকব। এ প্রত্যয় ব্যক্ত করছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর