বুধবার, ৩১ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

দায়িত্বে নতুন ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার

কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার হিসেবে ডেভিড অ্যাশলের স্থলাভিষিক্ত হয়েছেন ক্যানবার হুসেইন বোর। গতকাল অ্যাশলেকে বিদায় জানানোর পাশাপাশি ক্যানবারকে বরণ করে নেয় ঢাকার হাইকমিশন। নিজের দেশ ইরান থেকে সাত বছর বয়সে যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছিলেন হুসেইন বোর। সেই শরণার্থী শিশুটিই এখন যুক্তরাজ্যের প্রতিনিধিত্ব করছেন একজন কূটনীতিক হিসেবে।

জানা যায়, ৩৭ বছর বয়সী হুসেইন বোরের পরিবার যখন শরণার্থী হিসেবে যুক্তরাজ্যে আশ্রয় নিয়ে সাউথ্যাম্পটনে বসবাস করতে শুরু করে, সে সময় তিনি বা তার মা কেউই ইংরেজিতে কথা বলতে পারতেন না। হুসেইন বোর রেকটরি কমপ্রিহেনসিভ স্কুল ও হ্যাম্পটন গ্রামার স্কুলের পর আইন পড়েছেন ওয়ারউইক বিশ্ববিদ্যালয় ও ক্যামব্রিজে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরিতে যোগ দেওয়ার পর হুসেইন বোর মিসরে ব্রিটিশ মিশন ছাড়াও লাইবেরিয়ায় ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর