সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

শফী হুজুরকে স্বীকৃতি দিয়েছি : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, শাহ আহমদ শফী সাহেবকে সারা দেশের আলেম সমাজ অত্যন্ত সম্মান করেন। তিনি অত্যন্ত জনপ্রিয়। আমি চট্টগ্রামে একটি অনুষ্ঠানে গিয়ে হুজুরের অসুস্থতার কথা শুনে তাকে দেখতে গিয়েছি। আমাদের প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দিয়েছেন। কওমি মাদ্রাসার স্বীকৃতির দিন তিনি গণভবনে ছিলেন। তিনি কওমি মাদ্রাসা বোর্ডের চেয়ারপারসন। আমরা তাকে গণভবনে ডেকে অফিসিয়ালি স্বীকৃতি দিয়েছি।  জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনে গতকালের প্রশ্নোত্তর পর্বে জাসদের সংসদ সদস্য নাজমুল হক প্রধানের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এর আগে জঙ্গিবাদের প্রতি ইঙ্গিত করে হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীর সঙ্গে চট্টগ্রামে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ নিয়ে সংসদে প্রশ্ন তুলে জাসদ এমপি জানতে চান, এ সাক্ষাৎ কী শুধুই সাক্ষাৎ, নাকি ‘কী আশায় বাধি খেলাঘর বেদনার বালুচরে’! এ প্রশ্নে তিনি এসব কথা বলেন।

দেশ চলছে কীভাবে : সরকারি দলের আ খ ম জাহাঙ্গীর হোসাইনের এক সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ, সশস্ত্র বাহিনী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে হলে দেশ চলছে কীভাবে?

সর্বশেষ খবর