শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

শাহজালালে ১০ লাখ রিয়ালসহ দুই যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ দুই যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা। বুধবার মধ্যরাতে বহির্গমনে ওই দুই যাত্রীর কাছ থেকে ১০ লাখ সৌদি রিয়াল জব্দ করা হয়। আটকরা হলেন— গাইবান্ধার সাদুল্যাপুরের এ কে রায়হান কায়সার ও চাঁদপুরের হাসান পিংকু। গতকাল গণমাধ্যমকে এ তথ্য জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মইনুল খান।

শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, আটককৃতরা ঢাকা-সিঙ্গাপুর রুটের একটি ফ্লাইটে সিঙ্গাপুর যাচ্ছিলেন। ১০ নম্বর বোর্ডিং গেটে তারা বৈদেশিক মুদ্রা থাকার কথা অস্বীকার করেন। পরবর্তীতে তাদের সঙ্গে থাকা দুটি ট্রলিব্যাগ ও একটি ব্যাকপ্যাক স্ক্যানিং করে বৈদেশিক মুদ্রার সন্ধান পাওয়া যায়।

এরপর সব ব্যাগ খুলে ব্যাগের ভিতরে মোটা কাগজের প্যাকেজে বিশেষ কায়দায় লুকানো সৌদি রিয়ালগুলো জব্দ করা হয়। বাংলাদেশি টাকায় এসব মুদ্রার পরিমাণ প্রায় দুই কোটি ২৫ লাখ টাকা।

সর্বশেষ খবর