শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বদলে গেছে বেনাপোল স্থলবন্দর

বেনাপোল (যশোর) প্রতিনিধি

দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল রাতারাতি বদলে গেছে। এ বন্দরে চালু করা নতুন সিজিসি-৯ গেট (বাইপাস সড়ক) দিয়ে মাত্র ১২ ঘণ্টায় ৬৫৬টি ট্রাকের মালামাল আমদানি ও খালাস হয়েছে। এই স্থলবন্দর নতুন এক রেকর্ড সৃষ্টি করেছে। কাস্টমস সূত্র জানায়, বেনাপোল কাস্টমস ও বন্দর সংস্কার ও উদ্ভাবন শুরু হয়েছে নতুনভাবে। কাজটি একটি ব্যতিক্রমী ভিন্নতর। গৃহীত বাণিজ্যবান্ধব অনেক পদক্ষেপের গুরুত্বপূর্ণটি গতকাল কার্যকর হলো। সুপ্ত, গুপ্ত ও নৈর্ব্যক্তিক বাধা পেরিয়ে কর্মযজ্ঞটা সহজ ছিল না। বিশাল এ কর্মযজ্ঞে ভবন ও কক্ষ প্রস্তুতসহ কষ্টসাধ্য সমগ্র কাজটি সম্পন্ন করেছেন জেসি এহসানের তত্ত্বাবধানে ডিসি মারুফুর রহমান, সাঈদ রুবেল, গোলাম মর্তুজা ও তাদের টিম।

দাফতরিক আদেশ-নির্দেশগুলো তৈরিতে ভূমিকা নিয়েছেন এডিসি জাকির হোসেন ও তার টিম।

সর্বশেষ খবর