শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

শোক সংবাদ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

শোক সংবাদ

মুক্তিযোদ্ধা শহীদ উল্লাহ

অডিট অধিদফতরের অবসরপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট বীর মুক্তিযোদ্ধা মো. শহীদ উল্লাহ বাবুল (৭০) ঢাকায় ইন্তেকাল করেছেন। গতকাল রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের গ্রামের বাড়ি ফেনীর পরশুরাম পৌরসভার উত্তর সলিয়ায় তাকে দাফন করা হয়। তিনি বিশিষ্ট শিল্পপতি ছিদ্দিক উল্লাহর বড় ভাই ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সহকারী অধ্যাপক সেলিনা ফাতেমা বিনতে শহীদের বাবা। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম এমপি, মিরপুরের এমপি কামাল আহমেদ মজুমদার, ফেনীর এমপি শিরিন আক্তার, বিএসএমএমইর ভিসি অধ্যাপক কামরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক যুগ্ম মহাসচিব আওয়ামী লীগ নেতা সফিকুল বাহার মজুমদার টিপু, পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, পরশুরাম উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হুমায়ুন শাহরিয়ার, সাবেক কমান্ডার মীর আহমেদ মজুমদার, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, পরশুরাম উপজেলা আওয়ামী লীগ সভাপতি এনামুল করিম মজুমদার বাদল, পরশুরাম পৌর মেয়র নিজাম উদ্দিন চৌধুরী সাজেল প্রমুখ। বিজ্ঞপ্তি

 

সৈয়দা সামসুন্নেছা

 

বাংলাদেশ প্রতিদিনের সিলেট অফিসের আলোকচিত্রী নাজমুল কবীর পাভেলের মা শতবর্ষী সৈয়দা সামসুন্নেছা আর নেই। গতকাল সুনামগঞ্জের ছাতক উপজেলার বাগবাড়ীর নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মৃত কারি আবদুল হাসিমের স্ত্রী। সামসুন্নেছা তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। এশার নামাজের পর মরহুমার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সর্বশেষ খবর