শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের একুশের আলোচনা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের উদ্যোগে গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অধ্যক্ষ অশোকের এবং ড. জহির বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অধ্যাপক সিরাজুল হক আলো। প্রধান অতিথি ছিলেন সাবেক রাষ্ট্রদূত এবং বাংলাদেশের পক্ষে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর খুরশীদা বেগম সাঈদ, আবদুল জলিল ভূইয়া ও প্রফেসর ড. অরুণ কুমার গোস্বামী। বক্তব্য রাখেন অধ্যাপক জাহাঙ্গীর আলী, মোখতার আহমেদ, প্রফেসর ড. জেবুননেসা, আবু রেজা মো. কাইয়ুম খান আরিফ, হোসনে আরা সিদ্দিকী জুলি, লুত্ফর রহমান হিমেল প্রমুখ। বিজ্ঞপ্তি

 

সর্বশেষ খবর