শিরোনাম
সোমবার, ৫ মার্চ, ২০১৮ ০০:০০ টা
জঙ্গিবাদের অভিযোগ

সিঙ্গাপুর ফেরত তিন বাংলাদেশি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে সিঙ্গাপুর ফেরত তিন বাংলাদেশিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। তারা হলেন- জাবেদ কায়ছার (৩১), মিয়া রুবেল (২৮) ও মামুন (২৭)। দেশে ফেরার পর শনিবার রাতে পীরজঙ্গি মাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ। তাদের কাছ থেকে মোবাইল, পাসপোর্ট ও সিঙ্গাপুরের ডলার জব্দ করা হয়েছে।

ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিরা সিঙ্গাপুরে অবস্থানকালে জঙ্গি কার্যক্রমের অভিযোগে সে দেশের পুলিশ তাদের গ্রেফতার করে। তারা সিঙ্গাপুরে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করে দেশে ফেরেন। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা নব্য জেএমবির আদর্শে বিশ্বাসী। সিঙ্গাপুরে থাকাকালীন বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সঙ্গে তারা ফেসবুক ও অন্যান্য মাধ্যমে যোগাযোগ রক্ষা করতেন। দেশে আসার পরও তারা সরকারবিরোধী নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোকে শক্তিশালী করার লক্ষ্যে আর্থিক সহায়তা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নাশকতার পরিকল্পনা করেছিলেন।

সর্বশেষ খবর