শিরোনাম
সোমবার, ৫ মার্চ, ২০১৮ ০০:০০ টা

শিল্প কারখানায় কো-জেনারেশনে জ্বালানি সাশ্রয় সম্ভব : নসরুল

নিজস্ব প্রতিবেদক

গুণগত মানসম্পন্ন বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি ও যন্ত্রাংশ ব্যবহারে প্রণোদনার উদ্যোগ নিতে হবে। আর এই প্রক্রিয়াটি সেড্রা (টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ)-কেই শুরু করতে হবে। শিল্প-কারখানায় কো-জেনারেশনের মাধ্যমে বিপুল পরিমাণ জ্বালানি সাশ্রয় করা সম্ভব। জাইকার অর্থায়নে দেশের ৫টি শিল্প কারখানাতে জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি ও যন্ত্রপাতি ব্যবহারের জন্য ৪ শতাংশ সুদে তিন হাজার ৩৪৫ মিলিয়ন টাকা দেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এসব কথা বলেন। গতকাল রাজধানীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৯ম আন্তর্জাতিক বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (বিড) এক্সপো ও ডায়ালগ’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চার দিনব্যাপী বিড এক্সপোতে এবার ৩২ জন বিশেষজ্ঞ সবুজ অবকাঠামোর উন্নয়ন ও আধুনিকায়নের ওপর অনুষ্ঠিত সংলাপে অংশগ্রহণ করেন। ৭টি দেশের ৬২টি প্রতিষ্ঠানের বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশবান্ধব বিভিন্ন শিল্প পণ্য এই প্রদর্শনীতে স্থান পায়।

সর্বশেষ খবর