শিরোনাম
সোমবার, ৫ মার্চ, ২০১৮ ০০:০০ টা

সেপ্টেম্বর থেকেই নবম ওয়েজবোর্ড : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আগামী সেপ্টেম্বর মাসে নবম নতুন ওয়েজবোডের্র রোয়েদাদ কার্যকর করতে সব প্রস্তুতি সম্পন্ন হবে। গতকাল বিকালে রাজধানীর কাকরাইলে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) সেমিনার হলে নবম সংবাদপত্র মজুরি বোর্ডের প্রথম সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। ৯ম ওয়েজবোর্ডের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সভায় অংশ নেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. নাসির উদ্দিন আহমেদ, পিআইবির মহাপরিচালক মো. শাহ আলমগীর এবং ওয়েজবোর্ড সদস্য নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মতিউর রহমান, সহসভাপতি এ কে আজাদ, কোষাধ্যক্ষ মতিউর রহমান চৌধুরী, সদস্য মাহফুজ আনাম, সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, সাংবাদিক ওমর ফারুক, বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন সভাপতি মো. মতিউর রহমান তালুকদারসহ অন্যরা।

তথ্যমন্ত্রী বলেন, নতুন ওয়েজবোর্ডের কার্যকারিতা বৃদ্ধির জন্য বোর্ডে ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। সেইসঙ্গে অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে ইলেকট্রনিক গণমাধ্যমকর্মীদের ওয়েজবোর্ডে অন্তর্ভুক্তির বিষয়টিও এগিয়ে নেবে নবম ওয়েজবোর্ড।

সর্বশেষ খবর