মঙ্গলবার, ৬ মার্চ, ২০১৮ ০০:০০ টা

মানুষকে সঙ্গে নিয়ে দুর্নীতিবিরোধী আন্দোলন গড়ে তুলব : মান্না

নিজস্ব প্রতিবেদক

দেশের বিভিন্ন খাতের দুর্নীতির কথা তুলে ধরে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, মানুষকে সঙ্গে নিয়ে দুর্নীতিবিরোধী আন্দোলন গড়ে তুলব। জনগণকে ঐক্যবদ্ধ করেই আন্দোলন সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ‘দুর্নীতি’ নিয়ে নাগরিক ঐক্যের আয়োজিত সেমিনারে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, এম হাফিজ উদ্দিন খান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ, তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক আসিফ নজরুল প্রমুখ।  দরকার জনগণের ঐকমত্যের। ব্যারিস্টার মইনুল হোসেন বলেন, দেশের কোথাও ভোট নেই, নির্বাচন নেই। এম হাফিজ উদ্দিন খান বলেন, প্রধানমন্ত্রী যখন বলেন— প্রশ্ন ফাঁস আগেও হয়েছে তখন প্রশ্ন ফাঁস ঠেকানো যাবে না। ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, দেশে চরম নৈরাজ্য চলছে। অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, আগে আমরা তলাবিহীন ঝুঁড়ির কথা শুনেছিলাম। কিন্তু এখন দেশের ব্যাংকগুলো তলাবিহীন ঝুঁড়ি হয়ে গেছে। অধ্যাপক আসিফ নজরুল বলেন, ভয় থাকলে কোনো সরকার চেষ্টা করে অন্যায়, অত্যাচার, অনাচার কিছুটা কম করতে। এই ভয় যখন না থাকে যখন তার কোনো জবাবদিহিতা থাকে না। এদেশের মানুষের দুর্ভাগ্য হচ্ছে, এ ভয় এ সরকারের নেই। তারা আবার ৫ জানুয়ারির মতো তামাশাপূর্ণ নির্বাচনের ছক করছে। তিনি বলেন, যেখানে নির্বাচন হয় না, জবাবদিহিতা নেই সেখানে দুর্নীতি ছাড়া কিছুই থাকবে না।

সর্বশেষ খবর