বুধবার, ৭ মার্চ, ২০১৮ ০০:০০ টা

সংশোধিত এডিপি এক লাখ ৫৭ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) সংশোধন করে এক লাখ ৫৭ হাজার ৫৯৪ কোটি ৩৯ লাখ টাকার চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ। বাজেটে মূল এডিপির আকার ছিল এক লাখ ৬৪ হাজার ৮৫ কোটি টাকা। গতকাল রাজধানীর শেরেবাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এনইসি সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি জানান, ২০১৭-১৮ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) এডিপি বাস্তবায়নের হার ৩৮ দশমিক ১ শতাংশ। যা টাকার অঙ্কে ৬২ হাজার ৩৭২ কোটি। ২০১৬-১৭ অর্থবছরের একই সময়ে এডিপি বাস্তবায়নের হার ছিল ৩৬ দশমিক ১ শতাংশ।

মন্ত্রী বলেন, সংশোধিত এডিপিতে বৈদেশিক সহায়তা এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়ন থেকে বরাদ্দ কমেছে। মন্ত্রী বলেন, ‘হলি আর্টিজান হামলার কারণে অনেকটা সময় প্রকল্প বাস্তবায়ন বাধাগ্রস্ত হয়েছে। তাই বৈদেশিক সহায়তা থেকে সাড়ে চার হাজার কোটি টাকা বাদ দিতে হয়েছে। আগামীতে যদি কোনো মন্ত্রণালয়ের অতিরিক্ত অর্থের প্রয়োজন হয় তাহলে সেটি বিবেচনা করা হবে। প্রকল্প যাতে ঘন ঘন সংশোধন করা না হয়, সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ছাড়া প্রকল্প বাস্তবায়নের মান যাতে নিশ্চিত হয় সেটিও খেয়াল রাখতে হবে।’

সর্বশেষ খবর