রবিবার, ১১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

বিমানযাত্রীর কাছে ৪৮ সোনার বার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৮টি সোনার বারসহ জাবেদ নামে এক যাত্রীকে গ্রেফতার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। গতকাল সকালে জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে এ বার উদ্ধার করা হয়। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বাংলাদেশ বিমানের পক্ষ থেকেই ফ্লাইটটিতে সোনা থাকার বিষয়টি বিমানবন্দরের দায়িত্বরত কর্মকর্তাদের জানানো হয়। এরপর নিরাপত্তা কর্মকর্তা এবং শুল্ক গোয়েন্দারা সেই ফ্লাইটটিতে গিয়ে সব যাত্রীকে নামিয়ে আনেন। যাত্রীদের মধ্যে জেদ্দা থেকে চট্টগ্রামে আসা একজনের শরীর তল্লাশি করে ১০টি সোনার বার পাওয়া যায়। এ ছাড়া বিমানের একটি আসনের নিচে ও সিট কাভারের ভিতরে বাকি বারগুলো পাওয়া যায়। বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারোয়ার-ই-জাহান জানান, মূলত চট্টগ্রামে একজন অন্যজনকে বারগুলো হস্তান্তর করার দায়িত্বে ছিল। তল্লাশির পর ছয়জনকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের সংশ্লিষ্টতা না পাওয়ায় পাঁচজনকে ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত ৪৮টি সোনার বারের ওজন পাঁচ কেজি ৫৯৮ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য আড়াই কোটি টাকা।

সর্বশেষ খবর