রবিবার, ১১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ইউএস-বাংলার কাস্টমার সাকসেস সামিট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

ইউএস-বাংলা এয়ারলাইনস বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশ থেকে প্রায় ৮০০ ট্রাভেল এজেন্ট ও করপোরেট অফিসের ঊর্ধ্বতন প্রতিনিধি নিয়ে পর্যটননগরী কক্সবাজারে দ্বিতীয়বারের মতো ‘কাস্টমার সাকসেস সামিট-২০১৮’ অনুষ্ঠান করেছে। গতকাল কক্সবাজারের লংবিচ হোটেলে এ সম্মেলন হয়। এতে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল প্রধান অতিথি ছিলেন। সামিটে উল্লেখযোগ্য অংশের মধ্যে ছিল বেস্টসেলার অ্যাওয়ার্ড, ট্রাভেল ও করপোরেট পার্টনারদের সঙ্গে ইউএস-বাংলার দ্বিপক্ষীয় বৈঠক, সাংস্কৃতিক পরিবেশনা, পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকতে ফানুস ফেস্টিভ্যাল। অনুষ্ঠানে ইউএস-বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, এ ধরনের সম্মেলন করার প্রধান উদ্দেশ্য দেশের বিভিন্ন প্রান্তে যারা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ব্যবসার সঙ্গে জড়িত তাদের সবাইকে এক সুতায় গাঁথা, ট্রাভেল এজেন্সি ব্যবসাকে উৎসাহিত করা, আর দেশের পর্যটনশিল্পকে আরও বিকশিত করা। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার বেনিয়ট প্রিফনটেইন, আটাবের সভাপতি মঞ্জুর মোর্শেদ মাহবুব, বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, বিভিন্ন ট্রাভেল এজেন্ট ও করপোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর