রবিবার, ১১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ঢাকা মেডিকেল থেকে রোগী উধাও, খোঁজ নেই পাঁচ দিনেও

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া এক রোগীকে খুঁজে পাচ্ছেন না তার স্বজনরা। হাসপাতাল কর্তৃপক্ষকে জানানোর পর এ ব্যাপারে শাহবাগ থানায় গত বৃহস্পতিবার সাধারণ ডায়েরি করা হয়েছে। জানা গেছে, অনেক খোঁজাখুঁজির পর পাঁচ দিনেও সন্ধান মেলেনি তার। ফলে উত্কুণ্ঠিত রোগীর পরিবার। জানা গেছে, গত ৫ মার্চ পঞ্চগড়ের তেঁতুলিয়ার ঠুনঠুনিয়া গ্রামের ৬৫ বছর বয়সী শামসুল হক বানুকে ঢাকা  মেডিকেলের মেডিসিন বিভাগের ৭০২ নম্বর ওয়ার্ডের এক্সট্রা ২২ নম্বর বেডে অধ্যাপক ডা. টিটো মিয়ার অধীনে ভর্তি করানো হয়। প্রথম দিন কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। ৭ মার্চ মেডিকেল কলেজ ২ এর নতুন বিল্ডিংয়ের ৯ তলায় রক্ত পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। সঙ্গে থাকা রোগীর ছেলে ওয়ালিয়র রহমান জানান, চিকিৎসক তাকে জানান— পরীক্ষার জন্য রক্তের স্যাম্পল অন্য কোথাও পাঠাতে হবে। এ বিষয়ে কথা বলার জন্য চিকিৎসকের রুমে যায় ওয়ালিয়র। সাক্ষাৎ শেষে ফিরে এসে দেখেন তার বাবা সেখানে নেই। সম্ভাব্য সব জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছে না।

রোগী শামসুল হক বানুর স্বজনরা জানান, তিনি কোনো মানসিক রোগী ছিলেন না, কথাবার্তাও ভালোভাবে বলতে পারেন। তার কাছে কোনো সেলফোন এমনকি টাকা পয়সাও ছিল না। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিনের সহায়তায় হাসপাতালের করিডরে থাকা সিসি ক্যামেরার বিভিন্ন ফুটেজ পরীক্ষা করেও ওই রোগীর কোনো তথ্য মেলেনি। শামসুল হকের কোনো সন্ধান পেলে ০১৭২৩১৮২৪২৬ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন স্বজনরা।

সর্বশেষ খবর