রবিবার, ১১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

জন্মদিনে সংবর্ধিত আনিসুজ্জামান

সাংস্কৃতিক প্রতিবেদক

৮১তম জন্মদিনে ইমেরিটাস প্রফেসর ড. আনিসুজ্জামানকে সংবর্ধিত করেছে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। গতকাল বিকালে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনের এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে এ সময় আরও বক্তৃতা করেন অধ্যাপক শফি আহমেদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, রাজনীতিবিদ ও প্রাবন্ধিক মোনায়েম সরকার, জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি মাজহারুল ইসলাম প্রমুখ। অর্থমন্ত্রী বলেন, ‘আনিসুজ্জামান শুধু সাহিত্যের বাতিঘর নন, তিনি জাতির বিবেকেরও বাতিঘর। বিশ্ববিদ্যালয়ে আনিস  আমার দুই বছরের জুনিয়র ছিলেন। তার সঙ্গে আমার প্রথম পরিচয় হয় ’৫৪ সালে সাহিত্য সম্মেলনে। স্কুলের ছাত্র থাকা অবস্থায় তিনি ভাষা আন্দোলনে ভূমিকা পালন করেন।’ অনুষ্ঠানে বক্তারা ইমেরিটাস প্রফেসর আনিসুজ্জামানকে জাতীয় অধ্যাপক ঘোষণার জন্য সরকারের কাছে দাবি জানান। অনুভূতি প্রকাশে ইমেরিটাস প্রফেসর ড. আনিসুজ্জামান বলেন, ‘আমরা যে সময়টা পার করেছি সেটা দেশের ইতিহাসের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। দেশের জন্য মাঝে মাঝে কিছু ভূমিকা পালন করতে পারাটা আমার জন্য গৌরবের।’

সর্বশেষ খবর