সোমবার, ১২ মার্চ, ২০১৮ ০০:০০ টা

বাংলাদেশকে স্বল্পোন্নত থেকে উত্তরণ করছেন শেখ হাসিনা : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, পঁচাত্তরের পর সামরিক-স্বৈরশাসকরা সংবিধানবহির্ভূত পথে দেশ পরিচালনার ফলে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি। আজ সংবিধানের চার মূলনীতির ওপর দৃঢ় অবস্থান নিয়ে বাংলাদেশকে স্বল্পোন্নত থেকে উত্তরণ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সভায় সভাপতির বক্তব্যে তথ্যমন্ত্রী এ কথা বলেন। সভায় তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, ভারপ্রাপ্ত তথ্য সচিব মো. নাসির উদ্দিন আহমেদ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মনোয়ার আহমেদ উপস্থিত ছিলেন।তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্রকে সুসংহত করেছে, সামাজিক উন্নয়নে রাষ্ট্রের ভূমিকা পুনর্নির্ধারণ করেছে, ধর্মনিরপেক্ষতা বজায় রেখে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ গড়ে জাতিকে বিস্ময়কর উন্নয়নের পথে এগিয়ে নিয়েছে, আজকের এ উত্তরণ তারই ফসল।

তিনি বলেন, শেখ হাসিনার ১০ উদ্যোগসহ আন্তরিক ও ধারাবাহিক বহুমুখী প্রচেষ্টার ফলে মানুষের মাথাপিছু আয় বেড়েছে, মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে, বেড়েছে জীবনযাত্রার মান ও গড় আয়ু। তথ্যমন্ত্রী জানান, বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উত্তরণ উপলক্ষে তথ্য মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে ২২ মার্চ সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমের ছবির একটি সংকলন তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর। এর আগে ঢাকায় কেন্দ্রীয়ভাবে আয়োজিত সংবাদ সম্মেলনেও তথ্য মন্ত্রণালয় অংশ নেবে। এ ছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে এ বিষয়ে প্রচারের জন্য তথ্য অধিদফতর কাজ করছে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও গণযোগাযোগ অধিদফতর প্রচারণা কার্যক্রম হাতে নিয়েছে এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর প্রকাশিত সরকারের উন্নয়নবিষয়ক দুই ধরনের ৬ লাখ পোস্টার গণযোগাযোগ অধিদফতরের মাধ্যমে দেশব্যাপী বিতরণ করছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর