সোমবার, ১২ মার্চ, ২০১৮ ০০:০০ টা

২০০ আসনে প্রার্থী দেবে খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক

সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলে বাংলাদেশ খেলাফত মজলিস আগামী নির্বাচনে ২০০ আসনে প্রার্থী দেবে বলে ঘোষণা দিয়েছে। গতকাল সংগঠনের পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী কমিটির বৈঠকে সভাপতির বক্তব্যে সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইসমাঈল নূরপুরী এ ঘোষণা দেন। আগামী নির্বাচনকে নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য নির্বাচন কমিশনকে প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানান তিনি। খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হকের পরিচালনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা মাওলানা রেজাউল করীম জালালী, মাওলানা সাঈদ নূর, মাওলানা মামুনুল হক, মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কুরবান আলী, মাওলানা আজিজুর রহমান হেলাল প্রমুখ।

ইসমাঈল নূরপুরী বলেন, ৭ মার্চ আওয়ামী লীগের সমাবেশের দিন রাস্তায় নারীদের শ্লীলতাহানির ঘটনা ঘটে যা ক্ষমতাসীন আওয়ামী লীগের জন্য অত্যন্ত লজ্জাজনক। মুখে নারী অধিকারের বুলি না আওড়িয়ে এ ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর