মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮ ০০:০০ টা
মানবতাবিরোধী অপরাধের বিচার

আমির আলীসহ চারজনের রায় আজ

নিজস্ব প্রতিবেদক

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নোয়াখালীর সুধারাম উপজেলার রাজাকার আমির আহমদসহ চারজনের বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করা হবে আজ। গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায়ের দিন ধার্য করে। মামলার অন্য তিন আসামি হলেন—আবুল কালাম, মো. জয়নাল আবেদীন ও আবদুল কুদ্দুস। এদের মধ্যে আবুল কালাম পলাতক, অন্যরা গ্রেফতার হয়েছেন। ৬ ফেব্রুয়ারি মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। এই মামলায় প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর জাহিদ ইমাম। গত বছরের ২০ জুন এ মামলায় আসামিদের বিরুদ্ধে তিনটি অভিযোগ গঠন করা হয়। এই মামলায় পাঁচ আসামির মধ্যে মো. ইউসুফকে ট্রাইব্যুনালের নির্দেশে গ্রেফতার করা হয়েছিল। পরে তিনি মারা যান। এরপর তাকে মামলা থেকে বাদ দেওয়া হয়। এই মামলার আসামিদের বিরুদ্ধে একাত্তরে গণহত্যা, হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। এই আসামিদের বিরুদ্ধে একাত্তরে নোয়াখালীর সুধারাম এলাকায় ১১১ জনকে গণহত্যা, লুণ্ঠন ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয় আনুষ্ঠানিক অভিযোগে।

সর্বশেষ খবর