মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮ ০০:০০ টা

মেয়াদোত্তীর্ণ অটোরিকশা চালানোর অপচেষ্টা মেনে নেওয়া হবে না

—আলোচনা সভায় বক্তারা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা ঐক্য পরিষদের নেতারা বলেছেন, মেয়াদ উত্তীর্ণ অটোরিকশা পুনরায় চালানোর অপচেষ্টা করলে মেনে নেওয়া হবে না। একই সঙ্গে ১৫ বছরের পুরনো লক্কড়-ঝক্কড় সিএনজিচালিত অটোরিকশার মেয়াদ বৃদ্ধির ব্যাপারে মতামত না দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন তারা। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে অটোরিকশা ঐক্য পরিষদ। এতে সভাপতিত্ব করেন ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক চৌধুরী। ঐক্য পরিষদের সদস্য সচিব সাখাওয়াত হোসেন দুলাল, কোষাধ্যক্ষ শাহ আলম, হাজী রুস্তম আলী সরদার প্রমুখ এতে বক্তব্য দেন। বক্তারা বলেন, অটোরিকশা মালিক সমিতির নেতৃবৃন্দ এখনো নানা প্রকার চক্রান্ত করছে। শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মালিক সমিতির মেয়াদ উত্তীর্ণ অটোরিকশাগুলো পুনরায় চালানোর জন্য যে অপচেষ্টা চালাচ্ছে তা কোনো অবস্থাতেই শ্রমিক ঐক্য পরিষদের কর্মীবৃন্দ সফল হতে দেবে না।

সর্বশেষ খবর