মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮ ০০:০০ টা

শিক্ষার্থীদের মারধর করায় জবিতে এক শিক্ষার্থী বহিষ্কার

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে বসাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের বেধড়ক মারপিট ও ঘটনা পর্যবেক্ষণে যাওয়া শিক্ষকদের সঙ্গে অশোভন আচরণ করায় বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এক শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। গতকাল জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতরের এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। এ ছাড়া ভর্তি জালিয়াতিতে সম্পৃক্ত থাকার অভিযোগে জবি শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আতিক বিন বারীকে সাংগঠনিকভাবে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

স্থায়ী বহিষ্কারের বিষয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের ২০১৪-১৫ বর্ষের শিক্ষার্থী মো.মাকসুদর রহমান শিহাবকে ছুরিকাঘাত করা, বাসে অবস্থানরত শিক্ষার্থীদের মারধর, শিক্ষকদের সঙ্গে অশোভন আচরণ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সময় মারামারির ঘটনায় সম্পৃক্ততার অভিযোগের সত্যতা পাওয়ায় ফার্মেসি বিভাগের মো. আল ইকরাম অর্ণব শিক্ষাবর্ষ : (২০১৬-১৭)- নামে এক শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের  ভর্তি পরীক্ষায় জালিয়াতিতে সম্পৃক্ত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আতিক বিন বারীকে সংগঠন থেকে বহিস্কার করেছে  কেন্দ্রীয় ছাত্রলীগ। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রসঙ্গত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ছয় জনকে আটক করে থানায় দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর