মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮ ০০:০০ টা

শিশুর ছবি ও তথ্য প্রকাশে আইনের অস্পষ্টতা দূর করতে রুল

নিজস্ব প্রতিবেদক

বিচার চলার সময় শিশুদের ছবি ও তথ্য প্রকাশের বিষয়ে শিশু আইন-২০১৩ এর ৮১ ধারার অস্পষ্টতা দূর করতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট। একই সঙ্গে অস্পষ্টতা দূর করে  গেজেট প্রকাশের কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে। একটি রিটের শুনানি করে গতকাল হাই কোর্টের একটি বেঞ্চ এ রুল জারি করে। দুই সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, তথ্য সচিব, মহিলা ও শিশুবিষয়ক সচিব, বাংলাদেশ প্রেস কাউন্সিলের  চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী হাসান এম এস আজিম। তিনি জানান, ওই আইনের ৮১ ধারায় আছে মামলা বা বিচার কার্যক্রম চলাকালে শিশুকে শনাক্ত করা যায় এমন ছবি বা তথ্য প্রকাশ করা যাবে না। কিন্তু মামলার আগে কী হবে সেটা বলা নেই। তাই এ বিষয়ে অস্পষ্টতা দূরীকরণে এ রিট করা হয়েছে। আমরা চাই মামলার আগে-পরে কোনো অবস্থাতেই শিশুকে শনাক্ত করা যায় এমন তথ্য বা ছবি প্রকাশ করা যাবে না। আইনের ৮১ (১) ধারাকে ৯৭ ধারায় ক্ষমতাবলে অস্পষ্টতা দূর করতে হবে। কারণ সম্প্রতি চট্টগ্রামের একটি ঘটনায় শিশুদের ছবি প্রকাশ করা হয়। এতে শিশুদের হেয় করা হয়েছে। তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়েছে।

সর্বশেষ খবর