বুধবার, ২১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

৫০ হজযাত্রীর টাকা আত্মসাৎ

নিজস্ব প্রতিবেদক

৫০ জন হজযাত্রীর ৩০ লাখের বেশি টাকা আবদুর রাজ্জাক নামে এক ব্যক্তি আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অথচ ভুক্তভোগী ওই হজযাত্রীদের নিবন্ধনের শেষ দিন আগামীকাল বৃহস্পতিবার। এ ঘটনায় রবিবার রাজধানীর পল্টন মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এম. সেতারা ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী সেলিম হোসাইন আজাদী। গতকাল তিনি জানান, আবদুর রাজ্জাক তার হজ এজেন্সির মার্কেটিংয়ের কাজ করতেন। তার এজেন্সির মানিরিসিপ্ট ব্যবহার করে ৫০ জনের কাছ থেকে ৩০ লাখ টাকা আদায় করে নিজের একাউন্টে জমা রেখেছেন। পরে জানা যায়, তিনি ৪০ লাখ টাকা নেন।

এসব হজযাত্রী এজেন্সিতে নিবন্ধন করলেও চূড়ান্ত নিবন্ধন এখন অনিশ্চিত হয়ে পড়েছে। তাকে ফোন করে টাকার কথা বললে উল্টো হুমকি-ধমকি দেন।

সর্বশেষ খবর