শনিবার, ৩১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ভিসা আবেদনকারীর সোশ্যাল মিডিয়া তথ্য চাইবে যুক্তরাষ্ট্র

প্রতিদিন ডেস্ক

যুক্তরাষ্ট্রের ভিসার জন্য সব আবেদনকারীর সোশ্যাল মিডিয়া ইউজার নেইম, পুরনো ই-মেইল অ্যাড্রেস ও টেলিফোন নম্বর দেওয়া বাধ্যতামূলক করতে চাইছে দেশটির পররাষ্ট্র দফতর। যুক্তরাষ্ট্র সরকারের ফেডারেল রেজিস্টারে গতকাল ওই প্রস্তাব তুলে দিয়ে এ বিষয়ে জনগণের মতামত চাওয়া হয়েছে। ৩০ মার্চ থেকে ৬০ দিন এ বিষয়ে সেখানে মতামত দেওয়ার সুযোগ থাকছে।

এই নিয়ম কার্যকর হলে বছরে দেড় কোটি ভিসা প্রত্যাশীকে এসব তথ্য দিতে হবে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

সর্বশেষ খবর