শিরোনাম
রবিবার, ১ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

বিএনপি জঙ্গিদের অর্থায়ন করে : মেনন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, আগামী ২-১ মাসের মধ্যে রাজশাহী কলকাতা মৈত্রী রেল চালু করা হবে। ইতিমধ্যে সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার নেতৃত্বে রেশম কারখানা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল বিকালে নগরীর জিরোপয়েন্টে মহানগর ওয়ার্কার্স পার্টি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বিএনপি জঙ্গিদের অর্থায়ন করে। বিএনপির হাতে ক্ষমতা গেলে জঙ্গিদের হাতে ক্ষমতা চলে যাবে। যারা সন্ত্রাস ও জঙ্গিবাদকে সমর্থন করে তারা কখনোই ক্ষমতায় যেতে পারবে না। যেতে দেওয়া যাবে না। তিনি বলেন, ১৪ দল মুক্তিযুদ্ধের পক্ষের জোট। স্বাধীনতার পক্ষের দল। তাই শেখ হাসিনার নেতৃত্বে এই মহাজোটকে আবারও জয়যুক্ত করতে হবে। ‘সামাজিক নায্যতা-সমতা প্রতিষ্ঠাসহ মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক জনগণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে’ ২১ দফা দাবিতে রাজশাহীতে জনসভা করে ওয়ার্কার্স পার্টি। ওয়ার্কার্স পার্টি রাজশাহী মহানগর সভাপতি লিয়াকত আলী লিকুর সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা ছিলেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও এমপি ফজলে হোসেন বাদশা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর