রবিবার, ১ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

কওমি মাদ্রাসার স্বীকৃতি দাবি

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা সনদ স্বীকৃতি বাস্তবায়নে কিছু ব্যক্তির অশুভ তৎপরতার প্রতিবাদ ও অবিলম্বে সংসদে আইন পাস করে কওমি মাদ্রাসার স্বীকৃতি প্রদানের দাবি জানিয়েছে কওমি শিক্ষা সনদ স্বীকৃতি বাস্তবায়ন পরিষদ। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন সংগঠনের সদস্যসচিব মাওলানা ইয়াহইয়া মাহমুদ। উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মাওলানা আবদুল আলীম ফরিদী, মাওলানা সদরুদ্দীন মাখনুন, মাওলানা মাসউদুল ইসলাম।

মাওলানা ইয়াহইয়া মাহমুদ বলেন, যুগ যুগ ধরে কওমি মাদ্রাসাকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলে আসছে। যারা শুরু থেকেই সরকারি স্বীকৃতি চাচ্ছিল না, সেই ২০-দলীয় জোটের নেতৃত্বাধীন একশ্রেণির আলেম যারা স্বীকৃতি এলে রাস্তায় শত শত লাশ ফেলার হুমকি দিয়েছিল, তারাই আজ সরকারি স্বীকৃতির নামে প্রতিষ্ঠিত হাইয়াতুল উলইয়ার কলকাঠি নাড়াচ্ছে। তিনি বলেন, আমরা লক্ষ্য করছি স্বীকৃতি বাস্তবায়নের পথে ঘাপটি মেরে থাকা চিহ্নিত কিছু লোক নেপথ্যে স্বীকৃতি বাস্তবায়নে অন্তরায় সৃষ্টি করছে।

তাদের আচরণে প্রকাশ পায় বেফাকই একমাত্র প্রতিনিধিত্বশীল বোর্ড। অন্য পাঁচ বোর্ড সম্পূর্ণ গুরুত্বহীন। তারা মূলত স্বীকৃতির সুফল লাখ লাখ শিক্ষার্থীকে ভোগ করতে দিতে চায় না। ইয়াহইয়া কয়েকটি দাবি তুলে ধরে বলেন, কওমি মাদ্রাসার যে ছয় বোর্ডকে স্বীকৃতি দেওয়া হয়েছে তার প্রতিটিকে সমান মর্যাদা দিতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর