শনিবার, ৭ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

দগ্ধ মুন্নীর চিকিৎসার দায়িত্ব নিলেন মুক্তা এমপি

নিজস্ব প্রতিবেদক

মেয়ে মুন্নীর (১৬) সুখের কথা চিন্তা করে বয়স দুই বছর বাড়িয়ে সোহাগ (২৫) নামের ছেলের হাতে তুলে দিয়েছিলেন গরিব পিতা আবদুল লতিফ। বিয়ের তিন মাস পর সেই সোহাগের ‘সোহাগ’ মেলেনি মুন্নীর কপালে। যৌতুকের জন্য প্রথমে মারপিট এবং গত ২৩ মার্চ গ্যাসের চুলায় চেপে ধরে গায়ে আগুন ধরিয়ে দেয় তার স্বামী। স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা চলছিল দগ্ধ মুন্নীর। কিন্তু ক্রমেই ঘায়ের পরিমাণ বাড়তে থাকে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনতে বললেও গরিব আবদুল লতিফ তা পারছিলেন না। এ ঘটনা জানার পর সংরক্ষিত নারী আসনের এমপি নুরজাহান বেগম মুক্তা আগুনে দগ্ধ মুন্নীর চিকিৎসার দায়িত্ব নিলেন। গত বৃহস্পতিবার তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করিয়ে চিকিৎসার সব ব্যবস্থা করেন তিনি।

সর্বশেষ খবর