শনিবার, ৭ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

পশ্চিমবঙ্গে ট্রেনে বাংলাদেশির মৃত্যু

কলকাতা প্রতিনিধি

ভারতে চিকিৎসা করাতে এসে অসুস্থ হয়ে মৃত্যু হলো এক বাংলাদেশি নাগরিকের। মৃত বাংলাদেশি নাগরিকের নাম মুস্তাফিজুর রহমান খান (৬৫)। কলকাতায় চিকিৎসা করানোর উদ্দেশে গতকাল সকালে বেনাপোল-পেট্রাপোল (হরিদাসপুর সীমান্ত) আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে ভারতের পশ্চিমবঙ্গে প্রবেশ করেন মুস্তাফিজুর। এরপর সীমান্ত থেকে কলকাতায় পৌঁছানোর জন্য দুপুর পৌণে ১টায় উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থেকে ট্রেনে চাপেন তিনি। বনগাঁ থেকে ডাউন ৩৩৮৩৪ শিয়ালদহগামী প্যাসেঞ্জার ট্রেনে ওঠার কিছু পরই তিনি অসুস্থ বোধ করেন এবং ট্রেনের মধ্যে তার মৃত্যু হয়। এরপর ট্রেনটি বারাসাতে স্টেশনে পৌঁছনোর পর মুস্তাফিজুর রহমানের লাশ বারাসাত গর্ভনমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি) থানায় আনা হয়।

 ময়নাতদন্তের জন্য মুস্তাফিজুরের লাশ বারাসত জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

জিআরপি সূত্রে খবর বাংলাদেশের ঝালকাঠি জেলার রাজাপুরের বাসিন্দা মুস্তাফিজুরের কাছ থেকে পাওয়া চিকিৎসা সম্পর্কিত নথি দেখেই পুলিশের ধারণা তার হার্টের সমস্যা ছিল এবং সেই রোগের চিকিৎসা করাতেই তিনি কলকাতায় আসছিলেন। পুলিশের প্রাথমিক ধারণা হৃদরোগে আক্রান্ত হয়েই বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। তবে এদিন মুস্তাফিজুরের সঙ্গে তার পরিবারের কোনো সদস্য ছিল না বলেই পুলিশ জানতে পেরেছে। ময়নাতদন্তের পর মুস্তাফিজুরের লাশ পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য কলকাতা বাংলাদেশ হাইকমিশনেও যোগাযোগ করা হচ্ছে জিআরপির তরফে।

সর্বশেষ খবর