বুধবার, ১১ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

নির্বাচনের আগে ফলাফল নিয়ে ভাবে না যুক্তরাজ্য : ব্লেক

কূটনৈতিক প্রতিবেদক

কমনওয়েলথের সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন প্রত্যাশা করে যুক্তরাজ্য। কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ বা নির্বাচনের আগে ফলাফল নিয়ে কোনোরকম ধারণা রাখার মতো মনোভাবে যুক্তরাজ্য বিশ্বাস করে না। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এসব মন্তব্য করেছেন ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেক। কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ‘ডিক্যাব’ নিয়মিত সংলাপের অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

ব্রিটিশ হাইকমিশনার বলেন, ‘আমরা শান্তিপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়াকে সমর্থন করি। আমরা বিরোধী দলকে আহ্বান জানাই, তারা যেন সরকারের কাছে যায় এবং তাদের কথা সবাইকে বলে। একটি শান্তিপূর্ণ ভবিষ্যতের জন্য আমরা বাংলাদেশের সব রাজনৈতিক দলের মধ্যে এই আলোচনাকে উৎসাহিত করি। আমরা মনে করি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন শুধু নির্বাচনের দিনের জন্যই প্রযোজ্য নয়, গোটা নির্বাচন প্রক্রিয়াই শান্তিপূর্ণ হওয়া প্রয়োজন।’ হাইকমিশনার বলেন, ফেব্রুয়ারিতে ঢাকা সফরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা বলেছেন। সেই সঙ্গে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে মুক্ত গণমাধ্যম ও বিরোধী রাজনৈতিক দলের মত প্রকাশের সুযোগ রাখার ওপর জোর দিয়েছিলেন। হাইকমিশনার জানান, বাংলাদেশের প্রয়োজনে যে কোনো সংকট মোকাবিলায় কমনওয়েলথ, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাজ্য ও উন্নয়ন সহযোগীরা পাশে থাকবে। জাতীয় প্রেস ক্লাবের ভিভিআইপি কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিক্যাব সভাপতি রেজাউল করিম লোটাস ও সেক্রেটারি মাহফুজ মিশু।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর