বুধবার, ১১ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

মুক্তিযোদ্ধাদের সুচিকিৎসা নিশ্চিত করা হবে

মুক্তিযোদ্ধাদের সুচিকিৎসা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া। গতকাল মুক্তিযোদ্ধা সংসদের সাবেক যুগ্ম মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপুর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা তার সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হলে তিনি এ আশ্বাস দেন। সভায় মুক্তিযোদ্ধা নেতারা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে বিএসএমএমইউতে মুক্তিযোদ্ধাদের যাবতীয় চিকিৎসা বিনামূল্যে দেওয়া হচ্ছিল। বর্তমানে ধীরগতি দেখা দিয়েছে। সম্প্রতি কয়েকজন মুক্তিযোদ্ধা আইসিইউতে শয্যা না পেয়ে বেসরকারি মেডিকেলে উচ্চমূল্যে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে দুজন মারা গেছেন। সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. হারুন-অর-রশিদ, যুগ্ম মহাসচিব আলহাজ শরীফ উদ্দিন, আনোয়ার হোসেন পাহাড়ী বীরপ্রতীক, ঢাকা মহানগর কমান্ডার আমীর হোসেন মোল্লা প্রমুখ। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর