বুধবার, ১৮ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা

যুক্তিতর্ক শেষ ৩২ আসামির

নিজস্ব প্রতিবেদক

চাঞ্চল্যকর ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় করা দুই মামলায় ৫২ আসামির মধ্যে এ পর্যন্ত ৩২ আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন সমাপ্ত হয়েছে। বাকি আসামিদের যুক্তি উপস্থাপন শেষ হলেই রায়ের জন্য দিন ঠিক করবেন বিচারক। গতকাল এ দুই মামলায় গ্রেফতার আসামি মাওলানা শওকত ওসমান ওরফে শেখ ফরিদের খালাস দাবি করে যুক্তি উপস্থাপন সমাপ্ত করেন তার আইনজীবী মাঈনুদ্দিন মিয়া এবং এস এম শাহজাহান। এরপর মামলার আসামি পুলিশের সাবেক আইজিপি খোদা বকস চৌধুরীর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন আইনজীবী শাহজাহান। পরে বুধবার (আজ) পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি ঘোষণা করেন ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন। পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত বিশেষ এজলাসে মামলা দুটির বিচার চলছে। গতকাল আদালতে রাষ্ট্রপক্ষে প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান, বিশেষ পিপি মো. আবু আবদুল্লাহ ভূঞা, আইনজীবী আকরাম উদ্দিন শ্যামল, ফারহানা রেজা, মো. আমিনুর রহমান, আবুল হাসনাত প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর