বুধবার, ১৮ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

পাহাড়ে উচ্ছেদে হার্ডলাইনে প্রশাসন

নিয়োগ দেওয়া হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিদ্যুৎ পানি সংযোগ বিচ্ছিন্ন শিগগিরই

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পাহাড়ে উচ্ছেদে হার্ডলাইনে প্রশাসন

চট্টগ্রাম নগরের ঝুঁকিপূর্ণ পাহাড় উচ্ছেদে এবার হার্ডলাইনে যাচ্ছে জেলা প্রশাসন। একটি পাহাড়ের জন্য নিয়োগ দেওয়া হয়েছে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বিদ্যুৎ-পানি ও গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করতে কঠোর অবস্থানসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। গত ১১ এপ্রিল মতিঝর্ণা পাহাড়ে উচ্ছেদ অভিযানে স্থানীয়দের বাধার মুখে ফিরে আসার পর এমন সিদ্ধান্ত নিল প্রশাসন। আজ বিকাল ৩টায় পাহাড় ব্যবস্থাপনা কমিটির ১৮তম সভা অনুষ্ঠিত হবে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে। বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পাঁচটি বিষয় নিয়ে আলোচনা হবে। এর মধ্যে আছে— ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের উচ্ছেদ, অবৈধভাবে বসবাসকারীদের সাময়িকভাবে অন্যত্র আশ্রয়ের ব্যবস্থা করা, অবৈধ বিদ্যুৎ-গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা, সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অবৈধভাবে পাহাড়ে বসবাসকারীদের ব্যাপারে সিদ্ধান্ত এবং পাহাড় ধসের বিষয়ে জনসাধারণকে অবহিতকরণে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, চট্টগ্রাম নগরের ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে অবৈধ বসবাসকারীদের উচ্ছেদে কঠোর অবস্থানে আছে প্রশাসন। চট্টগ্রাম জেলায় প্রায় ৫০০ পাহাড় আছে। এর মধ্যে চট্টগ্রাম মহানগর ও আশপাশের এলাকায় সরকারি-বেসরকারি ও ব্যক্তি মালিকানাধীন ঝুঁকিপূর্ণ ২৮টি পাহাড় রয়েছে। এসব পাহাড়ে ৬৮৪টি পরিবার অবৈধভাবে বসবাস করছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর