বুধবার, ১৮ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

সিলেটে জোড়া খুনে ৪৯ আসামি কারাগারে

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দিতে সংঘর্ষে জোড়া খুনের ঘটনায় ৪৯ আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল দুপুরে সিলেট মহানগর ম্যাজিস্ট্রেট ১ম মামুনুর রশীদ সিদ্দিকীর আদালতে হাজির হয়ে ৫১ আসামি জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে দুই আসামির জামিন এবং বাকিদের কারাগারে প্রেরণের নির্দেশ দেয়। সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী জানান, গত ৬ মার্চ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বরইকান্দিতে ইউপি আওয়ামী লীগের সভাপতি গৌছ মিয়া এবং কোম্পানীগঞ্জ উপজেলার তেলিরখাল ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আলফু মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে বরইকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুক মিয়া ও যুবলীগ নেতা বাবুল মিয়া নিহত হন। এ ঘটনায় ৮ মার্চ বাবুল মিয়ার বড় ভাই সেবুল মিয়া এবং মাসুক মিয়ার স্ত্রী রাবেয়া বেগম বাদী হয়ে পৃথক দুটি হত্যা মামলা দায়ের করেন।

তিনি আরো জানান, দুই মামলায় ৫১ আসামি আদালতে হাজির হয়ে জামিন চেয়েছিলেন। আদালত দুই আসামির জামিন মঞ্জুর করে বাকিদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর