বুধবার, ১৮ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

আমিন জুয়েলার্সের সোনা গোপালগঞ্জ-চাঁদপুরে

নিজস্ব প্রতিবেদক

আমিন জুয়েলার্সের সোনা গোপালগঞ্জ-চাঁদপুরে

আমিন জুয়েলার্সের সোনা চুরি হওয়ার পর গতকাল গোপালগঞ্জ আর চাঁদপুর থেকে তা উদ্ধার করেছে পুলিশ। ৩০০ ভরি সোনা ও ২৪ লাখ টাকা চুরি হয় উল্লেখ করে গতকাল গুলশান থানায় একটি মামলা করে আমিন জুয়েলার্স কর্তৃপক্ষ। এর আগে ১৩ এপ্রিল রাত ১০টা থেকে ১৬ এপ্রিল সকাল ১০টার মধ্যে রাজধানীর গুলশান-২ এর ডিসিসি মার্কেটের দ্বিতীয়তলায় অবস্থিত আমিন জুলেয়ার্সে এ চুরির ঘটনা ঘটে। পুলিশ বলছে, প্রথমে মার্কেটের ছাদ কেটে চুরি এবং চুরি শেষে ছাদ ঢালাই করে দুর্বৃত্তরা। এ ঘটনায় আমিন জুয়েলার্সের কর্মচারী জড়িত রয়েছেন। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম ও গুলশান থানার পরিদর্শক (অপারেশনস) আমিনুল ইসলাম জানান, আমিন জুয়েলার্সে চুরির ঘটনায় মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তিন চোরকে শনাক্ত করা হয়। গতকাল ফরিদগঞ্জ পৌর এলাকার বড়ালী গ্রামের দিঘির পাড়ের বাড়ি থেকে চুরি হওয়া ২১৭ ভরি সোনা ও নগদ ১১ লাখ ২৪ হাজার টাকা চালের ড্রাম থেকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণালঙ্কারের মধ্যে ছিল হার, চুড়ি, গজ, কানের দুল, পেনটানা, টিকলি নোলক ও রিং। এ ঘটনায় সঙ্গে জড়িত সাদ্দাম হোসেন পলাতক রয়েছেন। তবে তার বাবা আমান উল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। স্থানীয়রা বলছেন, সাদ্দাম গুলশানে রড মিস্ত্রির কাজ করেন। রবিবার ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন এবং তার নানার বাড়িতে অবস্থান করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান। এদিকে গুলশান থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন মিয়া জানান, গতকাল গোপালগঞ্জ সদর থানার গোবরা গ্রামে অভিযান চালিয়ে আমিন জুয়েলার্সের চুরি যাওয়া বেশকিছু সোনা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। আমিন জুয়েলার্সের এক কর্মচারীর হেফাজত থেকে এগুলো উদ্ধার করা হয়েছে। ওই কর্মচারীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তবে কী পরিমাণ সোনা ও টাকা উদ্ধার হয়েছে তা জানা যায়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর