শনিবার, ২১ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

ট্যুরিজম মেলায় নানা প্যাকেজ নানা ছাড়

নিজস্ব প্রতিবেদক

প্রিয়জনের সান্নিধ্যে বুড়িগঙ্গায় নৌবিহার, নয়তো সবাই মিলে হৈ-হুল্লোড় করে ঘুরে আসা যেতে পারে পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার বা দৃষ্টিনন্দন সাজেকে। ইট-কাঠ শহরের একঘেয়েমিকে ছুটি দিয়ে আকাশ পথে একটু দেশের বাইরে গেলেও মন্দ হয় না। কিন্তু বাদ সাধে সাধ্য। সেই অপূর্ণ ইচ্ছা পূরণে ভ্রমণপিপাসুদের কাছে হরেক রকম ছাড়ের পসরা সাজিয়ে বসেছে ট্যুরিজম মেলা। ভ্রমণপিপাসুদের ভিড়ও ছিল উপচে পড়া। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গিয়ে দেখা গেছে এমনই চিত্র। তিন দিনব্যাপী এ মেলা শেষ হবে আজ। দেখা গেছে, বিমান বাংলাদেশ আন্তর্জাতিক বিভিন্ন রুটে মেলা উপলক্ষে দিচ্ছে ২০ শতাংশ ছাড়। এ ছাড় পেতে হলে মেলা চলাকালীন সময়ের মধ্যে টিকিট কিনতে হবে।

 আর আগামী ছয় মাসের মধ্যে ভ্রমণ করা যাবে এ টিকিটে। বিমান বাংলাদেশের স্টলে গতকাল লক্ষ্য করা গেছে ভ্রমণপিপাসুদের উপচে পড়া ভিড়। চীন, মিসর, দুবাই, থাইল্যান্ডসহ বিভিন্ন আন্তর্জাতিক প্যাকেজে ভিশন হলিডে দিচ্ছে আকর্ষণীয় ছাড়। কক্সবাজার, সাজেক, সুন্দরবনসহ অভ্যন্তরীণ নানা প্যাকেজেও তারা আকর্ষণীয় অফার দিচ্ছে মেলা উপলক্ষে।

নৌবিহার করতে চাইলে ঢাকা ডিনার ক্রুজ শীতলক্ষ্যা, মেঘনা ও বুড়িগঙ্গায় রেখেছে নানা আয়োজন। ভাসমান রেস্তোরাঁয় দিনভর উপভোগ করতে পারবেন বার বি কিউসহ সারা দিনের নানা উৎসব। ট্যুর কোম্পানিগুলোর কাছ থেকেই আপনি পাবেন বিমান টিকিট, ভিসা প্রসেসিং, হোটেল বুকিংসহ নানা সুবিধা। গ্রিন হলিডেজের ভিসা সার্ভিস ম্যানেজার সোহেল আহমেদ জানান, বিভিন্ন করপোরেট ইভেন্ট ম্যানেজমেন্ট সেবাও তারা দিয়ে থাকেন। দেশ বিদেশে বেড়ানোর নানা আয়োজনকে মধুর করতে নানা আয়োজন রয়েছে তাদের। প্যাকেজের মাধ্যমে হেলথ চেক-আপের জন্য ইন্ডিয়া যেতে চাইলে ট্যুরিজম মেলায় ‘ইন্ডিয়া হেলথ হেল্প’ আপনার জন্য ওয়ান স্টপ সল্যুউশন হিসেবে কাজ করবে। ডাক্তার ঠিক করা, এপোয়েনমেন্ট নেওয়া, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাসহ যাবতীয় কাজে আপনাকে সহায়তা করবে এ কোম্পানি। এ ছাড়াও ট্যুরিজম মেলার ‘ডিসকভার বাংলাদেশ’ স্টলেও আন্তর্জাতিক চিকিৎসার ব্যাপারে যাবতীয় সহায়তা পাবেন। চার রাত পাঁচ দিনের প্যাকেজে দুবাই যেতে জনপ্রতি ৮১ হাজার টাকা নিলেও মেলা উপলক্ষে ‘চলো দুবাই’ স্টলে পাওয়া যাচ্ছে দুই হাজার সাত শত টাকার ছাড়। ট্যুরিজম মেলা উপলক্ষে এ-ওয়ান ট্যুরিজম দিচ্ছে স্পেশাল অফার। মাত্র আট হাজার ৯৯৯ টাকায় চার রাত পাঁচ দিনের প্যাকেজে দার্জিলিং ঘুরে আসতে পারবেন। এ ছাড়া সিলং-চেরাপুঞ্জি বেড়িয়ে আসতে পারবেন মাত্র নয় হাজার ৯৯৯ টাকায়। এ ছাড়াও মেলায় এসে লাকি কুপনে অংশ নিয়ে ভাগ্যবান বিজয়ী হয়ে ফ্রিতেই ঘুরে আসতে পারবেন বিভিন্ন দেশে। ‘বাংলাদেশ ভ্যাকেশন’ ট্যুরিজম মেলা উপলক্ষে আন্তর্জাতিক বিভিন্ন দেশে ভ্রমণ ছাড়াও দেশের দর্শনীয় স্থানে ভ্রমণ করতে চালু করেছে আকর্ষণীয় প্যাকেজ। দুই রাত তিন দিনের প্যাকেজে সুন্দরবন সাড়ে ১১ হাজার টাকায়, রাঙামাটি সাড়ে ছয় হাজার টাকায়, কক্সবাজার সাড়ে আট হাজার টাকায় ঘুরে আসতে পারবেন। প্রতিষ্ঠানটির সিইও আবদুল্লাহ আল কাফি জানান, দেশের নানা পর্যটন স্পট ভ্রমণ ছাড়াও তারা সাড়ে তিন হাজার টাকায় ঢাকা-রাঙামাটি-ঢাকা রিভার ক্রুজের আয়োজন রেখেছেন।

মেলায় ঘুরতে আসা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ইফফ্াত জাহান অনন্যা বলেন, বন্ধুদের সঙ্গে দেশের ভিতরেই কোথাও ঘুরে আসব। বিভিন্ন প্যাকেজ জানতে তাই ট্যুরিজম মেলায় ঘুরতে আসা। দেশের পর্যটন শিল্পকে আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে পরিচিত করে দিতে সরকারকে আরও পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত মেলায় ১০টি প্যাভিলিয়ন, ১৮টি মিনি প্যাভিলিয়নসহ ১৬০টি স্টল রয়েছে। মেলায় বাংলাদেশের পর্যটন সম্ভাবনা, ইতিহাস-ঐতিহ্য, মুক্তিযুদ্ধ নিয়ে একাধিক সেশন থাকছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা সবার জন্য উন্মুক্ত থাকছে।

সর্বশেষ খবর