সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা
পর্যটন শিল্প উন্নয়নে

ই-ভিসা চালুর দাবি ব্যবসায়ীদের

নিজস্ব প্রতিবেদক

দেশের অপার সম্ভাবনাময় পর্যটন শিল্পের উন্নয়নে ইলেকট্রনিক বা ই-ভিসা চালুর দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। সংগঠনটি বলেছে, দেশের পর্যটন কেন্দ্রগুলোর অবকাঠামো উন্নয়ন এবং পর্যটক আকর্ষণে বাংলাদেশের আরও বেশি ব্র্যান্ডিং প্রয়োজন। একই সঙ্গে পর্যটন খাতের উন্নয়নে সরকারের নীতিমালা আরও যুগোপযোগী করা প্রয়োজন। গতকাল মতিঝিলে ফেডারেশন ভবনে এফবিসিসিআই’র সিভিল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম বিষয়ক স্ট্যান্ডিং কমিটি আয়োজিত সভায় এ সব কথা বলেন পর্যটন শিল্প খাতের ব্যবসায়ীরা। এতে বক্তব্য রাখেন— বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান আখতারুজ জামান খান কবির, এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, প্রথম সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম, পরিচালক প্রবীর কুমার সাহা ও রাশেদুল হোসেন চৌধুরী রনি, কমিটির চেয়ারম্যান মোহাম্মদ রাফিউজ্জামান প্রমুখ।

ওই সভায় এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, পর্যটন খাতের সম্ভাবনাময় বিষয়গুলো যথাযথ পরিকল্পনার মাধ্যমে বিশ্ববাসীর সামনে তুলে ধরা প্রয়োজন। বক্তারা বলেন, দেশি-বিদেশি পর্যটক আকর্ষণে এবং পর্যটকের আগমন আরও বাড়াতে পর্যটন কেন্দ্রগুলোর যোগাযোগ ব্যবস্থা এবং অবকাঠামো আরও উন্নত করা প্রয়োজন।

সর্বশেষ খবর