বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

বসুন্ধরা সিটিতে অগ্নি নির্বাপক মহড়া

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর এবং বসুন্ধরা সিটি কর্তৃপক্ষের যৌথ আয়োজনে গতকাল বসুন্ধরা সিটিতে অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে। অগ্নিদুর্ঘটনা প্রতিরোধের পদক্ষেপস্বরূপ নিয়মিত আয়োজনের অংশ হিসেবে এ মহড়ায় অংশগ্রহণকারীদের আকস্মিক দুর্ঘটনা মোকাবিলা করার বাস্তব প্রশিক্ষণ দেওয়া হয়। মহড়ায় নেতৃত্ব দেন বসুন্ধরা সিটির মহাব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ) মেজর মোল্লা মুশতাক রেজা (অব.) এবং তত্ত্বাবধানে ছিলেন ফায়ার অ্যান্ড সেইফটির ঊর্ধ্বতন কর্মকর্তা মো. ইউসুফ আলী। উপস্থিত ছিলেন বিসিডিএলের নির্বাহী পরিচালক (মেকানিক্যাল) মাহাবুব মোর্শেদ খানসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের (বিসিডিএল) সব ফায়ার অ্যান্ড সেইফটি ও নিরাপত্তা, বিদ্যুৎ, যান্ত্রিক, সিভিল, কেয়ার অ্যান্ড ক্লিন ডিপার্টমেন্টগুলোর নির্বাচিত কর্মী, বসুন্ধরা গ্রুপের বিভিন্ন ইউনিটের ফায়ার বিভাগের প্রতিনিধি সদস্য এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের যৌথ অংশগ্রহণে এ অগ্নিদুর্ঘটনা প্রতিহতকরণ মহড়া ও সংশ্লিষ্ট কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়। এটি অন্য বহুতল ভবনগুলোতেও আবশ্যিক অগ্নিনির্বাপণ মহড়া আয়োজনে সংশ্লিষ্ট সবাইকে উৎসাহিত করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ খবর