রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

জলাবদ্ধতা নিসরনে সেনাবাহিনী কাজ করছে : বাবলা

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেছেন, আমার নির্বাচনী এক নম্বর ওয়াদা ছিল শ্যামপুর-কদমতলীবাসীকে জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি  করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিএনডি এলাকার জলাবদ্ধতা নিরসনের ৫৫৮ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। সেনাবাহিনী জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু করেছে। এক বছরের মধ্যে আমার নির্বাচনী এলাকা ঢাকা-৪সহ পুরো ডিএনডি অঞ্চলের ২০ লাখ মানুষ জলাবদ্ধতার অভিশাপ থেকে স্থায়ী মুক্তি পাবেন। গতকাল শ্যামপুর খালের সংস্কার কাজের উদ্বোধন করে ৫৮ নং ওয়ার্ড জাতীয় পার্টি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সুজন দে, শেখ মাসুক রহমান, মো. স্বাধীন, মো. সিরাজুল ইসলাম, মো. লিটন প্রমুখ। সমাবেশে বাবলা আরও বলেন, যারা নদী দখল করেছে তারা সমাজের শত্রু। কয়েকজন নদী দখলদারদের কারণে পুরো ডিএনডি অঞ্চলের মানুষ প্রায় চার দশক ধরে জলাবদ্ধতার কারণে মানবেতর জীবন যাপন করছে।

নদী দখলদারদের বিরুদ্ধে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী শাস্তিমূলক  ব্যবস্থা নিতে হবে।

সর্বশেষ খবর