রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

নন-ক্যাডারদের চাকরি দাবি

নিজস্ব প্রতিবেদক

বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েও চাকরির জন্য সুপারিশপ্রাপ্ত না হওয়া নন-ক্যাডারদের নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে ৩৬তম বিসিএস নন-ক্যাডাররা। গতকাল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানায় তারা। বক্তারা বলেন, ‘প্রতিযোগিতামূলক বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েও অনিশ্চয়তার মধ্যে জীবন অতিবাহিত করছি আমরা। অনেক মন্ত্রণালয়ে শূন্য পদ থাকা সত্ত্বেও সময়মতো চাহিদাপত্র পিএসসিতে না আসায় আমাদের চাকরির জন্য সুপারিশ করা হয়নি। অথচ পিএসসি চেয়ারম্যান সব নন ক্যাডারদের নিয়োগের আশ্বাস দিয়েছেন। সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, নন ক্যাডারে উত্তীর্ণ হয়েও ৩৬তম বিসিএসের প্রায় দেড় হাজার চাকরিপ্রার্থী এখনো বেকার অবস্থায় রয়েছে।

 এদের অনেকের চাকরির বয়সও শেষ হয়ে গেছে। চাকরিপ্রার্থীদের দ্রুত নিয়োগ দেওয়ার দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে ৩৬তম বিসিএস নন-ক্যাডার (সুপারিশ বঞ্চিত) আহ্বায়ক মো. জহিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. জাকিরুল আমিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর