রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

চাকরি দেওয়ার নামে প্রতারণা চক্রের ২৩ জন আটক

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎকারী প্রতারকচক্রের ২৩ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)। গতকাল রাতে উত্তরার ১০ নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়কের ৩১ নম্বর বাড়ি থেকে তাদের আটক করা হয়। র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আলেপ উদ্দিন জানান, এ চক্রের মূল হোতা রাশিদুর রহমান। তিনি সরকারি চাকরি থেকে বরখাস্ত হয়েছেন। লাইফওয়ে প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানির আড়ালে দেশের শিক্ষিত তরুণ-তরুণীদের চাকরির প্রলোভন দিতেন তিনি। এ ছাড়া চাকরির জামানত হিসেবে প্রত্যেকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন।

তারপর চাকরিপ্রার্থীদের ২-১ মাস পর কৌশলে অব্যাহতিপত্রে সই করিয়ে বিদায় করে দিতেন। তিনি আরও জানান, আটকের সময় ৭ নারীসহ ৩১ জন চাকরিপ্রার্থীকে উদ্ধার করা হয়। পাশাপাশি বিভিন্ন প্রতারণা সামগ্রী ও নগদ অর্থ জব্দ করা হয়েছে।

সর্বশেষ খবর