শুক্রবার, ৪ মে, ২০১৮ ০০:০০ টা
১৫ বছরপূর্তি

চট্টগ্রামে উচ্চারকের আবৃত্তি উৎসব আজ থেকে

দেশের প্রতিনিধিত্বশীল আবৃত্তি সংগঠন উচ্চারক আবৃত্তি কুঞ্জের ১৫ বছরপূর্তি উপলক্ষে দুদিনব্যাপী আবৃত্তি উৎসব আজ থেকে শুরু হচ্ছে। এদিন বিকাল ৫টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে উৎসব উদ্বোধন করবেন বরেণ্য ভাষাবিজ্ঞানী ও সব্যসাচী গবেষক ড. মাহবুবুল হক। উৎসবে প্রধান অতিথি হিসেবে থাকবেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ হোসেন। বর্ণাঢ্য উৎসবে পশ্চিমবঙ্গের কলকাতা ও বহরমপুরের তিনটি আবৃত্তি সংগঠনের প্রতিনিধি ও বিশিষ্ট বাচিকশিল্পীরা উপস্থিত থাকবেন। তাদের মধ্যে পশ্চিমবঙ্গের আবৃত্তিশিল্পী মলয় পোদ্দার, সৌমেন চট্টোপাধ্যায়, আবেদিন হক আদী, নীলাঞ্জনা চট্টোপাধ্যায়, সঙ্গীতা দাস, সনাতন করণ, দেবস্মিতা দাস একক, দ্বৈত ও শ্রুতি আবৃত্তি পরিবেশন করবেন। বিজ্ঞপ্তি।

সর্বশেষ খবর