শুক্রবার, ৪ মে, ২০১৮ ০০:০০ টা

কবি মোস্তফা মীর আর নেই

নিজস্ব প্রতিবেদক

কবি মোস্তফা মীর (৬৬) আর নেই। বুধবার রাত রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সত্তর দশকের অন্যতম জনপ্রিয় কবি মোস্তফা মীর কিডনি রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলে ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। মোস্তফা মীরের জন্ম ১৯৫২ সালে রাজবাড়ী জেলার বড় লক্ষ্মীপুর গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে সম্মানসহ স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে গবেষক পদে চাকরি নেন। পরে বিভিন্ন বেসরকারি সংস্থায় কাজ করেন। মোস্তফা মীরের উল্লেখযোগ্য বই ‘গোলাপের পাশে মুখ’, ‘ছায়ার মতো একটি মানুষ’, ‘তোমার লাবণ্যে বড় সুখ’, ‘বর্ষা মঙ্গল, ‘আঘ্রাণের ঘ্রাণ’, ‘এখানে স্বপ্ন বিক্রি হয়’।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর