শুক্রবার, ৪ মে, ২০১৮ ০০:০০ টা

বেলাল চৌধুরীকে স্মরণ

সাংস্কৃতিক প্রতিবেদক

স্মৃতিচারণ, গান ও কবিতা আবৃত্তির মধ্যদিয়ে সদ্য প্রয়াত একুশে পদকপ্রাপ্ত কবি বেলাল চৌধুরীকে স্মরণ করেছে জাতীয় কবিতা পরিষদ। গতকাল বিকালে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘ডুবে আছি কেতকী কুসুমে-বিস্মরণে, ব্যাপ্ত নিদারুণ জাগরণ ও ঘুমে’ শীর্ষক এ অনুষ্ঠানমালা। কবিতা পরিষদের সভাপতি অধ্যাপক মুহাম্মদ সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে কবি বেলাল চৌধুরীর জীবন ও কর্মের ওপর স্মৃতিচারণ করে বক্তৃতা করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, ইমেরিটাস প্রফেসর ড. আনিসুজ্জামান, কবি কামাল চৌধুরী, মুহম্মদ নূরুল হুদা, হাবীবুল্লাহ সিরাজী, রবিউল হুসাইন, আসাদ মান্নান, রুবি রহমান, কথাসাহিত্যিক আনিসুল হক, আনোয়ারা সৈয়দ হক, নাট্যাভিনেতা রামেন্দু মজুমদার প্রমুখ।

 অনুষ্ঠানে গান গেয়ে শোনান ইফফাত আরা দেওয়ান। আবৃত্তি পরিবেশন করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়, আশরাফুল আলম, শাহাদাত হোসেন নিপু প্রমুখ। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর