রবিবার, ৬ মে, ২০১৮ ০০:০০ টা

ফিরে আসা রোহিঙ্গারা ‘আদর্শ গ্রামের’ বাইরে যেতে পারবে না

—মিয়ানমারের সেনাপ্রধান

প্রতিদিন ডেস্ক

বাংলাদেশ থেকে মিয়ানমারে ফিরে যাওয়া রোহিঙ্গা শরণার্থীরা যত দিন তাদের জন্য তৈরি ‘আদর্শ গ্রামে’ থাকবে, ততদিন তারা নিরাপদ থাকবে বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান মিন অং হ্লাইং। তিনি বলেছেন,  রোহিঙ্গারা আদর্শ গ্রামের বাইরে যেতে পারবে না। এ ব্যাপারে গতকাল এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩০ এপ্রিল মিয়ানমারের রাজধানী নেপিদোতে দেশটিতে সফররত জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের সময় সেখানকার ক্ষমতাশালী সেনাপ্রধান মিন অং হ্লাইং এ কথা বলেন। এদিকে সেনাপ্রধানের বক্তব্যে রোহিঙ্গাদের মধ্যে ফিরে যাওয়ার পর স্থায়ী বসত নিয়ে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে। এএফপি জানায়, মিন অং হ্লাইং ফেসবুক পেজ থেকে জানা গেছে, সফররত জাতিসংঘের কর্মকর্তাদের তিনি বলেছেন, ‘রোহিঙ্গাদের জন্য নির্দিষ্ট করা এলাকার মধ্যে থাকলেই তাদের নিরাপত্তা নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হবে না।’ মিন অং হ্লাইং রোহিঙ্গাদের ‘বাঙালি’ বলে মন্তব্য করেছেন। রাখাইনে দীর্ঘদিন বাস করলেও তারা কখনো মিয়ানমারের জাতিসত্তা ছিল না বলে ইঙ্গিত করেছেন।

সর্বশেষ খবর