রবিবার, ৬ মে, ২০১৮ ০০:০০ টা

কোটা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ মুক্তিযোদ্ধার সন্তানের

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলম এমপি বলেছেন, মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরসূরিদের জন্য প্রয়োজনীয় সবকিছুই করবেন জাতির জনক বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গতকাল ঢাকায় ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সারা দেশের মহানগর ও জেলা প্রতিনিধির সঙ্গে জরুরি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন। মতবিনিময় সভায় বক্তারা কোটা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান। তাজুল ইসলাম এমপি বলেন, দেশের গণতন্ত্র, সুশাসন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকার বার বার দরকার। সে লক্ষ্য নিয়েই মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরসূরিরা শহর, গ্রাম-গঞ্জ ও পাড়া-মহল্লায় অতন্দ্র প্রহরীর মতো কাজ করবে। আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়নের সঞ্চালনায় বক্তৃতা করেন জাতীয় মুক্তিযোদ্ধা সমন্বয় কমিটির মহাসচিব শফিকুল বাহার মজুমদার টিপু, আনোয়ার হোসেন পাহাড়ী বীরপ্রতীক, আবু সালাম, এমদাদুল হক, নুরুজ্জামান ভুট্টো, লুবনা খানম, আমিনুল ইসলাম রিপন, সাখাওয়াত হোসেন, অ্যাডভোকেট এনামুল হক কাজল, অ্যাডভোকেট নাজিম উদ্দিন, শাহিনুল করিম বাবু, রেজাউল ইসলাম রেজা, বেলাল হোসেন, মাহমুদুল হাসান মামুন, মোয়াজ্জেম হোসেন মামুন, ওমর ফারুক বিপ্লব, এ এইচ এম সুলতান মাহমুদ (প্রিন্স), তারিকুর রহমান জুয়েল, বি এম আসাদুজ্জামান, অ্যাডভোকেট এনামুল হক কাজল, নুরুন্নবী আসাদুর রহমান, অ্যাডভোকেট এস শামীম আহম্মেদ, মাহমুদুল হাসান রনি, এফ এস আনোয়ার হোসেন, এস এস সালাউদ্দিন, মোয়াজ্জেম হোসেন, সুরভী আকতার, সালমান, অন্তরা, রাশেদুল হাসান, সোলায়মান আলম, রাজু প্রমুখ। বিজ্ঞপ্তি।

সর্বশেষ খবর