রবিবার, ৬ মে, ২০১৮ ০০:০০ টা

দেশবাসী একটি গ্রহণযোগ্য নির্বাচন চায় : আকরাম

নিজস্ব প্রতিবেদক

দেশবাসী গণতন্ত্র চায়, গণতন্ত্রের জন্য সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের প্রধান উপদেষ্টা এস এম আকরাম। গতকাল জাতীয় প্রেস ক্লাবে কচুয়া নাগরিক কমিটি আয়োজিত সামপ্রতিক পরিস্থিতি ও করণীয় শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। কচুয়া নাগরিক কমিটির প্রধান সমন্বয়ক শহীদুল্লাহ কায়সারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন অধ্যাপক ডা. শহীদুল ইসলাম, সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, জাহাঙ্গীর আলম প্রধান, মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার দেওয়ান মনিরুজ্জামান মানিক, অ্যাডভোকেট মাইন উদ্দিন মাইনু, গিয়াসউদ্দিন কানন, অ্যাডভোকেট মোস্তাক আহমেদ প্রমুখ। এসএম আকরাম আরও বলেন, গণমাধ্যম ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। সবাইকে স্বাধীনভাবে কথা বলতে দিতে হবে।

দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে। তিনি অভিযোগ করে বলেন, দেশে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন না থাকায় দুর্নীতি, দুঃশাসন, গুম, খুন, নারী ও শিশু ধর্ষণ দিনকে দিন বেড়েই চলেছে।

সর্বশেষ খবর