রবিবার, ৬ মে, ২০১৮ ০০:০০ টা

সাংবাদিকপত্নী নিখোঁজ, পিবিআইকে তদন্ত দেওয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সাংবাদিক পত্নী মনিকা রাধা নিখোঁজের ঘটনা তদন্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত দেওয়ার দাবি জানানো হয়েছে। গতকাল বিকালে ‘চট্টগ্রামের সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি করা হয়। মানববন্ধনের আয়োজন করে শীলা দাশ গুপ্তের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, শ্রমিক নেতা মৃণাল চৌধুরী, কমিউনিস্ট পার্টির মহানগর সাধারণ সম্পাদক অশোক শাহা, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক শরীফ চৌহান, নিখোঁজ মনিকার স্বামী সাংবাদিক দেবাশীষ বড়ুয়া দেবুসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

বক্তারা বলেন, দীর্ঘদিন অতিবাহিত হলেও এখনো মনিকার নিখোঁজ রহস্য উম্মোচন হয়নি। পুলিশ তার খোঁজ দিতে ব্যর্থ হয়েছে। তাই মনিকার নিখোঁজ রহস্য উম্মোচনের জন্য পিবিআইকে দায়িত্ব দেওয়ার দাবি করা হয়।

সর্বশেষ খবর