রবিবার, ৬ মে, ২০১৮ ০০:০০ টা

সংসদে ৩০০ আসনেই প্রার্থী দেবে জেএসডি

নিজস্ব প্রতিবেদক

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। এ জন্য আগামী ৩০ মের মধ্যে জেলা কমিটিকে প্রার্থী তালিকা চূড়ান্ত করে কেন্দ্রে পাঠাতে বলা হয়েছে। একই সঙ্গে প্রার্থীদের ইউনিয়ন কমিটি ও ভোট কেন্দ্র ভিত্তিক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়। জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের সভাপতিত্বে গতকাল ঢাকায় সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভায় এসব প্রস্তাব নেওয়া হয়। তবে পরবর্তীতে যুক্তফ্রন্টের সঙ্গে সমঝোতার ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করা হবে। এর আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করার স্বার্থে পার্লামেন্টের উচ্চ কক্ষ গঠন করে সেখান থেকে নির্বাচনকালীন সরকার গঠনের বিধান করার দাবি পুনর্ব্যক্ত করা হয়।

 দলের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, এম এ গোফরান, আতাউল করিম ফারুক, মো. সিরাজ মিয়া, মিসেস তানিয়া রব, দবির উদ্দিন জোয়ার্দার, এম এ আউয়াল, অ্যাডভোকেট আবদুল হাই, কামাল উদ্দিন পাটওয়ারী, অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশারফ হোসেন প্রমুখ।

সর্বশেষ খবর