বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮ ০০:০০ টা

ইসিতে আওয়ামী লীগের অভিযোগ হাস্যকর

—মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যে দাবি জানিয়ে এসেছে, তাকে হাস্যকর বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘তারা ইসিতে গিয়ে বলেছে হাস্যকর ব্যাপার। খুলনাতে নাকি নির্বাচনের অনুকূল পরিবেশ নেই, লেভেল প্লেয়িং ফিল্ড নেই। তাদের জন্য নাকি সমস্যা তৈরি হচ্ছে এবং তারা অভিযুক্ত করেছেন রিটার্নিং অফিসারকে। নির্বাচন কমিশন রিটার্নিং অফিসার নিয়োগ দিয়েছে। যাদের সরকার পুলিশ দিয়ে আমাদের নেতা-কর্মীদের গ্রেফতার করাচ্ছে, হয়রানি করছে, হুমকি দিচ্ছে। আমাদের কমিশনার প্রার্থীদের ডেকে নিয়ে বলছে, তোমরা ধানের শীষের পক্ষে ভোট চাইতে পারবে না। তারা (সরকারি দল) আবার বলছে, সেখানে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। এই নির্বাচনটা প্রহসনে পরিণত হয়েছে। এ ধরনের নির্বাচন করার অর্থ কী জানি না?’ গত রাতে স্থায়ী কমিটির বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর